শেয়ার দর পতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৩ ১৬:০১:৪১


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫ বারে ১৫ হাজার ৩৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ৮ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৭ শতাংশ কমেছে। ফান্ডটি ৩২৬ বারে ৪৩ লাখ ৮৯ হাজার ২৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা পেটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ৩৯ বারে ১৮ হাজার ৫৩১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আইপিডিসির ৫ দশমিক ৯৬ শতাংশ, সান লাইফ ইন্স্যরেন্সের ৫ দশমিক ৮২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫ দশমিক ০১ শতাংশ, কপারটেকের ৪ দশমিক ৯৬ শতাংশ, আইটি কনসালটেন্টের ৪ দশমিক ৭৪ শতাংশ, সমতা লেদারের ৪ দশমিক ৬৬ শতাংশ ও এডিএন টেলিকমের ৪ দশমিক ৬২ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস