সাপ্তাহিক দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৫ ১১:৩৯:১০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১০ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২০ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আর্গন ডেনিমসের দর কমেছে ৮ দশমিক ৩০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইমাম বাটনের দর কমেছে ৭ দশমিক ৬০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইপিডিসি ফাইন্যান্সের ৭ দশমিক ২৭ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ৬ দশমিক ৬৩ শতাংশ, পপুলার লাইফ ইনস্যুরেন্সের ৬ দশমিক ৪৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪ দশমিক ৯৩ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৬৫ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৪ দশমিক শূন্য এক শতাংশ এবং রূপালী ইনস্যুরেন্সের ৩ দশমিক ৮৫ শতাংশ দাম কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস