জাতীয় শোক দিবসে এফবিসিসিআই সভাপতির কর্মসূচী পালিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৬ ১৩:১০:৩৭
দেশের বেসরকারী খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতির উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার এফবিসিসিআই আইকন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা সহ কালো পতাকা উত্তোলন করা হয়েছে, এতিম ও গরীবদের মাঝে খাবার বিতরণ, সাধারণ পরিষদ সদস্যদের নিকট শোক বার্তা প্রেরণ ছিল অন্যতম। এছাড়াও ১৫ আগস্টে জাতির পিতাসহ পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, “বঙ্গবন্ধু বেঁচে থাকলে আশির দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশ বর্তমান অর্থনৈতিক অবস্থানে পৌঁছাতে পারতো এবং এতোদিনে বাংলাদেশ উন্নত দেশের কাতারে নাম লেখাতো। বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্ব ১৯৭৫ সালে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৯.২ দশমিক শতাংশ। বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে সকল ধরনের উন্নয়নের বীজ বপন করে গেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর কর্ম বীজ এর উপর ভর করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ তার সুফল পাচ্ছে দেশের জনগণ।”
এছাড়া কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ আগস্ট ২০২০ এফবিসিসিআই আইকন ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।
সিানবিডি/ঢাকা/এসআই