পাইলটের চোখে ধোনি
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৭ ১১:৫২:৪৭
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওডিআইতে অভিষেক হয়েছিল ক্যাপ্টেন কুল এমএস ধোনির। অভিষেকের সেই ম্যাচে রানআউট হয়েছিলেন তিনি কোনো রান না করেই। তাপস বৈশ্যের থ্রোয়ে তাকে রানআউট করেছিলেন বাংলাদেশ দলের সেসময়ের উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট।
ধোনির ব্যাপারে খালেদ মাসুদ বলেন, ‘ধোনিকে আমি পেয়েছি তার ক্যারিয়ারের শুরুতে। তিনি অবসরের ঘোষণা দেয়ার পর ভারত থেকে এক সাংবাদিক ফোন দিয়েছিলেন। তার অভিষেক ম্যাচে আমি রানআউট করেছিলাম তাকে। (২০০৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরে চট্টগ্রামে ধোনির অভিষেক হয়েছিল ওডিআইতে। সে ম্যাচে মোহাম্মদ রফিকের বলে শর্ট স্কয়ার লেগ থেকে তাপস বৈশ্যের থ্রোয়ে স্টাম্প ভেঙে দিয়ে তাকে রানআউট করেছিলেন খালেদ মাসুদ)। সেই মুহূর্ত সম্পর্কে জানতে চেয়েছিলেন ভারতীয় সাংবাদিক। ক্যারিয়ারের শুরুতে ধোনি অত ভালো ছিলেন না। ক্রমান্বয়ে নিজেকে অনেক উঁচুতে নিয়ে গেছেন।’
বাংলাদেশ দলের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান খালেদ মাসুদ যোগ করেন, ‘ধোনির ক্রিকেটীয় মাথা খুবই ক্ষুরাধার। মাঠে তার মস্তিষ্ক চমৎকার কাজ করত। ম্যাচের অবস্থা বুঝে নিতেন খুবই সহজে। ১৬ বছরের ক্যারিয়ার প্রায় বিতর্কহীনভাবে কাটিয়েছেন। তিনি সত্যিকারের একজন গেমচেঞ্জার। ভারতকে তিনটি বিশ্বকাপ জিতিয়েছেন। একই সঙ্গে দলকে নিয়ে গেছেন অনেক উচ্চতায়। অধিনায়ক হিসেবে তার ভূমিকা চিরস্মরণীয়।’