শেয়ার দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৭ ১৫:২৬:০৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। ফান্ডটির ১৫৯ বারে ৯ লাখ ৩৮ হাজার ২০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫১ লাখ ২৪ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। ফান্ডটি ১৯৭ বারে ১৪ লাখ ৮২ হাজার ৬৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৬ লাখ ৮৫ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৬৬ বারে ১ কোটি ১ লাখ ৩৪ হাজার ২৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৪ কোটি ৯০লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এশিয়া প্যাসিফিকের ৯ দশমিক ৭৯ শতাংশ,  সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৭৫ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ, সিলভা ফার্মার ৯ দশমিক ০৪ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ০২ শতাংশ ও ইনভেস্টমেন্ট কর্পোরেশনের ৭ দশমিক ৯৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস