সূর্যের দেখা পায়নি লালমনিরহাটের মানুষ
প্রকাশ: ২০১৫-১২-১২ ১৮:১২:৩২
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে হিমালয়ের পাদদেশে অবস্থিত লালমনিরহাট জেলা। শনিবার সূর্যের দেখা মিলছে না এ জেলায়। ঠাণ্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন লালমনিরহাটের ছিন্নমূল ও তিস্তা ধরলা নদী বেষ্টিত চরাঞ্চলের মানুষজন।
ঠাণ্ডার কারণে জবুথুবু হয়ে পড়েছেন নদী পাড়ের লোকজন। কাজের খোঁজে যেতে পারছেন না বাইরে। শীতবস্ত্র না থাকায় খড়কুঠোয় আগুন জ্বালিয়ে শরীরে তাপ দিয়ে এসব মানুষকে মোকাবেলা করতে হচ্ছে ঠাণ্ডার সাথে।
কথা হয় সদর উপজেলার তিস্তার কালমাটি ইউনিয়নের কোলঘেষে ছোপড়া ঘরে অবস্থিত মরিয়ুম বেওয়া (৫৮) ও মোবারক মিয়ার (৬০) সঙ্গে। তারা বলেন, আমরা সরকারি ও বেসরকারি সহযোগিতার তাকিয়ে আছি।
তারা সবাই চরের মানুষের জন্য সরকার ও দাতা সংস্থার কাছে শীতের কাপড় বেশি করে বিতরণের দাবি জানান।