স্বাস্থ্যবিধি অমান্য করায় শরীয়তপুরে ৭ জনকে অর্থদণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৮-১৮ ১৯:২৯:৪৯
কোভিড-১৯ প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ জনকে ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকাল ৪টা হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড করেআ হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশে প্রতিদিনের ন্যায় মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ৭ জনকে মোট ৩ হাজার ৫০০টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
তিনি বলন, অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। এ সময় পারস্পরিক দূরত্ব ন্যূনতম ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। পালং মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে। প্রত্যেকদিন এ অভিযান অব্যহত রাখা হবে।
সানবিডি/প্রতিনিধি/আরএম/