এমপি ফজলে করিম করোনায় আক্রান্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৯ ১৩:১৭:২৯


প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।

আজ বুধবার সকালে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম গণমাধ্যমকে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে বলে জানা গেছে।

সোমবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। সন্ধ্যায় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।