বরিশালের কাছে হেরে বিপিএল শেষ ঢাকার
প্রকাশ: ২০১৫-১২-১২ ২২:৪২:৩৯
বরিশাল বুলসের কাছে ১৮ রানে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের তৃতীয় আসর থেকে বিদায় নিল আগের দুইবারের চ্যাম্পিয়ন ঢাকা। শনিবার এলিমিনেশন ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে বিদায় দিয়ে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল।
বরিশালকে এখন রংপুরের সঙ্গে খেলতে হবে। এদের মধ্যে জয়ী দল কুমিল্লার সঙ্গে ফাইনাল খেলবে। আজ ফাইনালে খেলার দৌড়ে টিকে থাকতে ঢাকাকে ১৩৬ রানের লক্ষ্য দিয়েছিল বরিশাল বুলস। কিন্তু ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান করতে সমর্থ হয়। ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে ছিল ঢাকা ডাইনামাইটস। অবশ্য ইনিংসের ১৭তম ওভারে ম্যালকম ওয়ালার আর মোসাদ্দেক হোসেন ২০ রান তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ছড়ান। পরে ওভারে তাইজুল ইসলামের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে উত্তেজনার পারদ আরও বাড়ান মোসাদ্দেক। কিন্তু ওই ওভারের শেষ দুই বলে ওয়ালার (১৮) আর মোসাদ্দেক (২৬) ফিরে গেলে আর খেলায় ফিরতে পারেনি ঢাকা।
এরআগে মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেশন ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত সূচনা করে বরিশাল বুলস। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫৩ রান। এরপরেই বরিশালকে চেপে ধরেন ঢাকার বোলাররা।
অবশ্য ক্রিস গেইলের ১৯ বলে ৩১, সাব্বির রহমান ৩৯ বলে ৪১ আর মাহমুদুল্লাহর ৩৩ বলে ৩৭ রানে ভর করে ৫ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে বরিশাল বুলস। বরিশালের হয়ে ১৫ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন আল-আমিন হোসেন।