ভারতের বাংলাদেশ নীতি অপরিবর্তিত: পঙ্কজ

আপডেট: ২০১৫-১২-১৩ ১০:১৮:১০


pankaj_indiaবাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের নীতি অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ। শনিবার গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে বিদায়ী মতবিনিময়ে তিনি এ কথা জানান।

পঙ্কজ শরণ বলেন, মাঠ পর্যায়ের বাস্তবতা এখনো পরিবর্তিত হয়নি। তাই এ ব্যাপারে ভারতের নীতিও একই আছে। ভারত সর্বদা যে সরকার ক্ষমতায় থাকে তার সঙ্গেই কাজ করে।

প্রায় এক ঘন্টা মতবিনিময়ে পঙ্কজ শরণ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে অভিমত ব্যক্ত করেন।  এর মধ্যে গত বছরের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয়  নির্বাচন প্রসঙ্গও ছিল।  এ নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্ব সমালোচনার ঝড় তুললেও ভারত সমর্থন করেছিল।

ভারতে ক্ষমতার পালাবদলের মাধ্যমে বিজেপি ক্ষমতায় যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বৃহৎ প্রতিবেশি দেশটির নীতিতে পরিবর্তন হয়েছে কিনা জানতে চাইলে তিনি তা নাকচ করে দেন।

প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের গণতন্ত্রের উন্নয়নে ভারতের চিন্তা-ভাবনা আছে কিনা জানতে চাইলে পঙ্কজ শরণ বলেন, ‘আমরা কোনো দেশের বিষয়ে কোনো প্রেসক্রিপশন দেই না। এটা দেশটির জনগণ নির্ধারণ করে।’

তিস্তা চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুই দেশের নদীগুলোর পানির ভাগাভাগি একটি গুরুত্বপূর্ণ ইস্যূ। এই সমস্যা সমাধানে সংলাপ প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে হবে। মাঠের বাস্তব চিত্র হলো, আমাদের উভয় দেশই পানির স্বল্পতায় ভুগছে।’

সীমান্ত হত্যা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার বলেন, ‘সীমান্ত একটি জটিল ইস্যু। এখানে অনেক ফ্যাক্টর আছে। তার কিছু আছে অর্থনৈতিক, কিছু আছে নিরাপত্তা সংক্রান্ত।’

প্রায় চার বছর বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন পঙ্কজ শরণ। তিনি রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূতের নতুন দায়িত্ব গ্রহণ করছেন। জানুয়ারির কোনো এক সময়ে তিনি মস্কোতে নতুন দায়িত্ব নিবেন। বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত হয়েছেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি সর্বশেষ থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।