শেয়ার দর পতনের শীর্ষে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২০ ১৬:৪২:৩৪
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩২শতাংশ কমেছে। ফান্ডটি ৬৬০ বারে ২২ লাখ ৪৯ হাজার ৯৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৯ বারে ১৯ হাজার ৪৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ ৪ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২৩ শতাংশ কমেছে। এদিন ফান্ডটি ৩৬ বারে ৬৯ হাজার ৭১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ ৪ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সি এন্ড এ টেক্সটাইলের ৭ দশমিক ৬৯ শতাংশ, ইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ দশমিক ৫৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৭ দশমিক ৩৫ শতাংশ, গোল্ডেন সনের ৭ দশমিক ২৪ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৬ দশমিক ৮৬ শতাংশ ও নর্দার্ন ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৮৫ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস