মার্চের পর দ. কোরিয়ায় একদিনে তিন শতাধিক রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২১ ১৭:৪৪:১২


দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১৫ জন স্থানীয়ভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপস্বাস্থ্যমন্ত্রী কিম গাংলিপ শুক্রবার (২১ আগস্ট) বলেছেন, গত ৮ মার্চের পর দেশে প্রথমবার একদিনে তিন শতাধিক রোগী শনাক্ত হয়েছে।

টানা অষ্টম দিন দক্ষিণ কোরিয়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা তিন অঙ্কের ঘরে থাকলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কেবল জেজু আইল্যান্ড বাদে প্রত্যেক প্রদেশে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।

কিম বলেছেন, এখন পর্যন্ত সারাং-জেইল চার্চ সম্পর্কিত কোভিড রোগী পাওয়া গিয়েছে ৭৩৯ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে মহামারির উৎস হয়ে উঠেছে এই চার্চ।

সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে সরকার ওই চার্চে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করেছে এবং ১৫ আগস্ট সরকারের নির্দেশ অমান্য করে সিউলে বিশাল র‌্যালি করা ১৫ হাজার মানুষকে দ্রুত পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছে।

করোনায় দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৭০ জনে এবং মারা গেছেন ৩০৯ জন।

সানবিডি/আরএম/