নৌকা থেকে পানিতে পড়ে কলেজছাত্র নিখোঁজ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২১ ১৯:৫২:৩৬
গাইবান্ধার কামারজানিতে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পানিতে পড়ে বোরহান হোসেন নিশাদ (২১) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ নিশাদ ওই ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
কামারজানি ইউনিয়ন পরিষদের উদ্যাক্তা মাহাবুল আলম জানান, দুপুর ১টার দিকে তার বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদের নৌকাতে উঠে। এ সময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় নিশাদ। এরপর স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুর ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম জাকির বলেন, বিকেল ৪টা থেকে গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরাসহ ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো নিশাদের সন্ধান পাওয়া যায়নি।