টলিপাড়ায় ছবিশেষের পার্টি
প্রকাশ: ২০১৫-১২-১৩ ১১:০৬:০১
সাম্প্রতিক অতীতে সবথেকে আলোড়ন তোলা ঘটনা শিনা বরা হত্যা কাণ্ড৷ রহস্য আজও উদ্ঘাটিত হয়নি৷ এখনও বিচারাধীন এই কাণ্ডের অভিযুক্তরা৷ সেই কাহিনির ছায়াতেই পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘ডার্ক চকোলেট’৷ সম্প্রতি হয়ে গেল ছবিশেষের পার্টি৷
সমাজের তথাকথিত উপরমহলের ভিতর জেগে থাকা অন্ধকার ভাবিয়ে তুলেছিল নাগরিক মননকে৷ এই বিষয়কেই চলচ্চিত্রে তুলে এনেছেন পরিচালক৷ ছবির বিষয় যেমন চমকদার, তেমনই চমকদার ছবির স্টারকাস্ট৷ ইন্দ্রাণীর আদলে তৈরি ঈশানীর চরিত্রে টলিপাড়ায় মহরৎ হল মহিমা চৌধুরীর৷ শিনার ছায়ায় তৈরি চরিত্র রিনার ভূমিকায় দেখা মিলল রিয়া সেনের৷ পিটার মুখোপাধ্যায়ের আদলে তৈরি ভিক্টর চরিত্রে অভিনয় করবেন সুদীপ মুখোপাধ্যায়৷ এছাড়াও ছবিতে আছেন ইন্দ্রাশিস, মুমতাজ সরকার, রাজেশ শর্মা ও অন্যান্যরা৷
একই সঙ্গে শেষ হল ‘গহীন হৃদয়’ ছবিটিও৷ সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে এ ছবিটির মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে৷ দুটি ছবিরই শুটিং পর্ব সমাপ্ত৷ চলছে পোস্ট প্রোডাকশনের কাজ৷