রাখাইনে মানবিক সহায়তায় বাধা দিচ্ছে মিয়ানমার সরকার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৩ ০৮:৫৬:১০


রাখাইনে অবহেলিত রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানে বাধা দিচ্ছে মিয়ানমার সরকার। তাদের উপর এ বাধা ক্রমে বাড়িয়ে চলেছে দেশটি। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ‘ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার’-এর (আইআইএমএম) প্রতিবেদনে। একই সঙ্গে প্রতিবেদনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গুরুতর আন্তর্জাতিক অপরাধের প্রমাণ সংরক্ষণ নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

এই প্রতিবেদনে মিয়ানমার সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক ও জেনেভায় নেপিদোর স্থায়ী মিশনের সঙ্গে কাজ করার জন্য আইআইএমএম ক্রমাগতভাবে মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়ে আসছে। এছাড়া কাজের জন্য প্রয়োজনীয় তথ্য চেয়ে মিয়ানমার সরকারকে একাধিক চিঠিও লিখেছে আইআইএমএম। সেই সঙ্গে গত ২০১৯ সালের ডিসেম্বরে এশিয়া প্রশান্ত অঞ্চলে সফরের সময়ে আইআইএমএমের প্রধান মিয়নমারের কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ চেয়ে অনুরোধও করেছিলেন। তবে এগুলো নিয়ে মিয়ানমারের পক্ষ থেকে কোনো সাড়া দেয়া হয়নি। আইআইএমএম ক্রমাগত সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

ভয়ঙ্কর নভেল করোনাভাইরাসের কারণে আইআইএমএমের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের প্রথম চার মাসে নভেল করোনাভাইরাস মহামারীর কারণে স্বাস্থ্য, নিরাপত্তা ও চলাফেরায় বিশ্বজুড়েই হুমকি তৈরি হয়। এ কারণে আইআইএমএমের কাজেও তা বাধা সৃষ্টি করে। তবে কিছু সমন্বয়ের মাধ্যমে আবারো কাজ শুরু করতে সক্ষম হয়েছে আইআইএমএম। গত প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের জমা দেয়ার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১১ সাল থেকে চলা গুরুতর আন্তর্জাতিক অপরাধ এবং আইনের ব্যত্যয়ের যেসব প্রমাণ পাওয়া গেছে তা সংরক্ষণ, পর্যবেক্ষণ, সংগ্রহ ও একত্রিত করার কাজে উল্লেখযোগ্যভাবে এগিয়ে এনেছে আইআইএমএম, যার মাধ্যমে স্বচ্ছ ও স্বাধীন বিচার সংগঠিত হবে।