চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প সম্পন্ন

প্রকাশ: ২০১৫-১২-১৩ ১২:০৬:৫২


SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

“আলোর পথে আরো এগিয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা রোভারের আয়োজনে বলিহার ডিগ্রি কলেজ এ চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত ০৯ ডিসেম্বর বুধবার ২টায় ক্যাম্পটির কার্যক্রম শুরু হয়। ক্যাম্পটি উদ্বোধন ঘোষণা করেন ক্যাম্পটির পরিচালক নওগাঁ জেলা রোভারের জেলা রোভার নেতা মো. মামুনুর রশিদ। নওগাঁ জেলাধীন বিভিন্ন কলেজ হতে ৪০জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহনে ৪দিন ব্যাপী এই ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিদ্যুৎ সংক্রান্ত সচেতনতা, বিকল্প বিদ্যুৎ এর ব্যবহার ও প্রয়োজনীয়তা, উন্নত চুলার ব্যবহার, বৈদ্যুতিক দূর্ঘটনা এড়াতে আমাদের করনীয়, বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি, হাইকিং, তাঁবু জলসাসহ বিভিন্ন রোভারিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। ১২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও মহা তাঁবু জলসার মাধ্যমে ক্যাম্পটির আনুষ্ঠানিক সমাপ্তি হয়।