সামান্য উত্থানে শেষ হলো প্রথম কার্যদিবস
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৮-২৩ ১৫:১৫:২৮
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১ কোটি ৯ লক্ষ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৪ পয়েন্টে অবস্থান করছে।এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টি, দর কমেছে ১৪২টি এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৩টি।
রোববার ডিএসইতে ৯৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকার।আজ আগের দিন থেকে ১ কোটি ৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।
রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩৫ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১৬টি দর বেড়েছে, কমেছে ১২৩টি। আর ৩১টি দর অপরিবর্তিত রয়েছে।
সানবিডি/ঢাকা/এসআই