পানিতে সয়লাব খাতুনগঞ্জ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-০৮-২৩ ১৪:৪২:২৪
টানা বৃষ্টি আর সমুদ্রের জোয়ারে পানিতে সয়লাব চট্টগ্রামের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জ। ইতিমধ্যে বাণিজ্যিক এলাকাটি প্লাবিত হয়েছে পানিতে। এতে দুর্ভোগে পড়েছেন ক্রেতা-বিক্রেতাসহ হাজার হাজার মানুষ।
এতে প্রতিদিন লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। আর এই বাজার থেকে পণ্য সরবরাহ না হওয়ায় ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়ছে। ফলে সাধারণ ভোক্তারাও কাঙ্ক্ষিত পণ্য পাচ্ছেন না।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছেন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী দখল, নদী ও নালাসমূহ ভরাট হয়ে যাওয়ায় এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতা সোলাইমান বাদশা বলেন, গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে খাতুনগঞ্জ। এতে ব্যবসায়ীরা প্রতিদিন লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তিনি বলনে, জোয়ারের সময় খাতুনগঞ্জের ছোটবড় শত শত আড়ৎ, ব্যবসা প্রতিষ্ঠান হাটু সমান পানিতে তলিয়ে যাচ্ছে। এখানকার ব্যবসায়ীরা ভোগ্যপণ্য আমদানি-রপ্তানির ব্যবসা করলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। জলাবদ্ধতায় আমাদের কোটি টাকার পণ্য নষ্ট হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন জানান, নগরীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে নদী, খাল, নালা দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
সানবিডি/আরএম/