জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুর পৌর আ’লীগের দোয়া ও গণভোজ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৮-২৩ ১৬:১৮:২৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুর পৌরসভার বালুচড়ায় স্মরণসভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা আওয়ামী লীগ ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অনুষ্ঠানটি আয়োজন করে।
৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম গিয়াস উদ্দিন পাহাড়, সদস্য ও জিপি এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আমির হোসেন খান, যুগ্নসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন পাহাড়, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খান স্বপন।
আরও উপস্থিত ছিলেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাকিম খান, সদস্য অমিত ঘটক চৌধুরী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, যুগ্মসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পাহাড়, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম মোল্লা, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদার,জেলা যুবলীগ নেতা সুমন পাহাড়, ফরিদ ঢালী,জেলা ছাত্র লীগের যুগ্ন-আহবায়ক ২ রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।
সানবিডি/প্রতিনিধি/আরএম/