বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হল আরো ৪ সংস্থা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৩ ১৯:৩৮:৪১
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে (ওএসএস) নতুনভাবে যুক্ত হলো আরো ৪টি সেবা।
রোববার (২৩ আগস্ট) বিডার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিডার নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে ৪টি সেবা প্রদানকারী সংস্থার মধ্যে এই চুক্তি হয়।
সংস্থাগুলো হলো- ভুমি মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সাথে শোকের মাস আগস্ট স্মরণ করা হয়।
এ সময়ে প্রধান অতিথির বক্ত্যবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ওএসএস মাধ্যমে বিনয়োগে আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যাতে প্রযুক্তির ব্যবহারে করে অতি কম সময়ে কম খরচে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আন্তর্জাতিক মানের বিনিয়োগ সেবা পেতে পারেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধুর অবদানের কথা উল্লেখ করে বলেন, আমাদের অধিকার আদায়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন নির্যাতিত হয়েছেন, গুরুত্বপূর্ণ সময়গুলো জেলে কাটিয়েছেন। আগস্ট আমাদের জন্য কলংকের মাস, এ মাসেই আমরা স্বপরিবারে জাতির পিতাকে হারিয়েছি। আমাদের অগ্রযাত্রাকে নষ্ট করতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছিল ২০০৪ সালের ২১ আগস্টে। সেদিন মহান আল্লাহ্র অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী প্রাণে বেঁচেছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছিলেন সেই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর নয়, দ্রুত এর বাস্তবায়ন ঘটিয়ে, প্রযুক্তিকে সর্বোচ্চ কাজে লাগিয়ে ওএসএস এর মাধ্যমে একই প্লাটফর্ম থেকে বিনিয়োগকারীকে আমাদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে আর সেই লক্ষেই কাজ করছে বিডা।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহা পরিচালক মোঃ ওহিদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় ওএসএস বর্তমান তথ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করেন।
এছাড়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে জয়নুল হাসান (সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়), মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী (সচিব, ভূমি মন্ত্রণালয়), মোঃ শাহিদ উল্লা খন্দকার (সচিব , গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়) এবং শামস মাহমুদ, (সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)) প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচ্য ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরের ভিত্তিতে অনলাইন কানেক্টিভিটি সাপেক্ষে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সর্বমোট ১৩টি সেবা প্রদান করা সম্ভব হবে।
উল্লেখ্য, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সকল ধরণের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর বিজনেস অটোমেশন লি. এর সাথে চুক্তি স্বাক্ষর করে। তৎপ্রেক্ষিতে বিডা ২০১৯ সালের ২৪ ফ্রেরুয়ারি অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করেছ। ভবিষ্যতে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ৩৫ টি সেবা প্রদানকারী সংস্থার ১৫৪ টিরও বেশি সেবা প্রদান করা হবে।
সানবিডি/আরএম/