২৫ মিনিটে ১৪ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৪ ১১:০৭:৪৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সামান্য উত্থানে লেনদেন শুরুর পর পতনের ধারায় ফিরে এসেছে পুঁজিবাজার। পতনের বাজারে লেনদেন শুরুর ২৫ মিনিটের মাথায় ১৪ কোম্পানির শেয়ারের বিক্রেতা উধাও হয়ে গেছে। জেড গ্রুপের শেয়ারের রয়েছে ছড়াছড়ি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিক্রেতা সংকটে থাকা কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার, ইমাম বাটন. জুট স্পিনার্স, মেঘনা কনডেন্স মিলক, মেঘনা পেট, কুইনসাউথ, গ্রীনডেল্টা ইন্সুরেন্স, এলআরগ্লোবাল১ ফান্ড, সিডিআইএমবিবি ফান্ড, মিথুন নিটিং, সাভার রিফেক্টরিজ ও রেনউইক যজেনশ্বর।

কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার, ইমাম বাটন, কুইনসাউথ টেক্সটাইল, জুট স্পিনার্স, মেঘনা কনডেন্স মিলক, মেঘনা পেট, মিথুন নিটিং ও সাভার রিফেক্টরিজ রোববার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ছিল।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস