ফরিদপুরে মাছ ধরা নিয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৪ ১৩:৩৯:৫৭


ফরিদপুরের ভাঙ্গায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ভোরে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উঁচাবাজার হাওলীকান্দার গঙ্গাদরদী গ্রামের এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতরা হলেন- গঙ্গাদরদী গ্রামের গিয়াস উদ্দিন মাতুব্বরের দুই ছেলে ছেলে শামিম (২২) ও রাকিব (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় হাওলীকান্দা বিলে শামিম ও রাকিব মাছ ধরতে বিলে জাল পাতেন। সোমবার ভোরে বিলে মাছ ধরতে গেলে শামিম ও রাকিব দেখেন; তাদের জালের পাশাপাশি মাছ ধরার জন্য প্রতিবেশি আব্দুস সাত্তার মাতুব্বরের ছেলে জামাল, আফজাল, কালাম ও ছালাম জাল পেতেছেন।

পরে ওই জায়গা থেকে শামিম ও রাকিব তাদের জাল উঠিয়ে অন্যত্র ফেলে দেন। এই ঘটনা নিয়ে বাড়ির পাশের রাস্তায় সাত্তার মাতুব্বরের ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে শামিম ও রাকিবের উপরে হামলা চালায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথে তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় সাদ্দাত (৬০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরবর্তীতে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সানবিডি/আরএম/