শাহবাগে মেডিকেলে ভর্তিচ্ছুদের বিক্ষোভ, আটক ১০
|| প্রকাশ: ২০১৫-০৯-৩০ ১৪:৪৪:২১ || আপডেট: ২০১৫-০৯-৩০ ১৪:৪৪:২১


তাদের পরিচয় জানা যায়নি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিদের দাবিতে বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করে আসছে। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনকালে তাদের আটক করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. কাওসার আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আটকদের থানায় রাখা নেয়া হয়েছে। আটকের কারণ ব্যাখ্যা করেননি তিনি।
গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া গেছে এবং সে সব প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।
এদিকে ভর্তি পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির সহকারী পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। একই অভিযোগে গত ২২ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজের তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেপ্তার করে র্যাব। এ সব অভিযোগে সারাদেশে মেডিকেলে ভতিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল চেয়ে আন্দোলন শুরু করেন।
সানবিডি/ঢাকা/রাআ
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
নর্থ সাউথের ১০টি বিলাসবহুল গাড়ি বিক্রির নির্দেশ
-
নর্থ সাউথের বিলাসবহুল ১০ গাড়ি বিক্রির নির্দেশ
-
সাড়ে ১০ হাজার কোটি টাকা বাজেট পেল ৫১ পাবলিক বিশ্ববিদ্যালয়
-
আরও ১০০ টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের সিদ্ধান্ত
-
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
-
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ