ওয়েবসাইটের ত্রুটি অনুসন্ধানে বিএসইসির কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৮-২৫ ০৬:৩৫:২৫
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের ত্রুটির কারণ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৭ কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাফিজুর রহমানকে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইসিটি সেলের পরিচালক ড. মুহাম্মদ আসিফ হোসাইন খান, আইআইটি বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, বিএসইসির পরিচালক রাজিব আহমেদ, উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও সহকারি পরিচালক মো. শহিদুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট বিকেলে প্রতিষ্ঠানটি ওয়েবসাইটের আপডেট ভার্সন উদ্বোধন করে। কিন্তু উদ্বোধনের পর ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা। পরে ডিএসইর পক্ষ থেকে দুঃখও প্রকাশ করা হয়। বর্তমানে স্বাভাবিকভাবে কাজ করছে ওয়েবসাইটটি।