ওয়েবসাইটের ত্রুটি অনুসন্ধানে বিএসইসির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৮-২৫ ০৬:৩৫:২৫


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের ত্রুটির কারণ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৭ কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাফিজুর রহমানকে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইসিটি সেলের পরিচালক ড. মুহাম্মদ আসিফ হোসাইন খান, আইআইটি বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, বিএসইসির পরিচালক রাজিব আহমেদ, উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও সহকারি পরিচালক মো. শহিদুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বিকেলে প্রতিষ্ঠানটি ওয়েবসাইটের আপডেট ভার্সন উদ্বোধন করে। কিন্তু উদ্বোধনের পর ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা। পরে ডিএসইর পক্ষ থেকে দুঃখও প্রকাশ করা হয়। বর্তমানে স্বাভাবিকভাবে কাজ করছে ওয়েবসাইটটি।

আলো ছড়াচ্ছে ডিএসইর ওয়েবসাইট

আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধন করলো ডিএসই

লেনদেনে সমস্যা হলে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী বিএসইসির