সাতক্ষীরায় পানিবন্দি লক্ষাধিক মানুষের দু্র্ভোগ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৪ ২১:০১:২০


রোববার বিকাল থেকে শুরু করে সারা রাত ধরে সাতক্ষীরায় কয়েক দফায় মুষলধারে বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণের ফলে উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর তীরে পানিবন্দি হয়ে পড়ে লক্ষাধিক মানুষের দুর্ভোগ বেড়েছে। যারা আশ্রয়কেন্দ্রের বাইরে উঁচু জায়গায় অবস্থান করছিলেন তাদের কষ্টের শেষ নেই।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে অমাবস্যার জোয়ার ও অতিবৃষ্টির কারণে সাতক্ষীরার উপকূলবর্তী কপোতাক্ষ নদ ও খোলপেটুয়া নদীর কয়েকটি রিংবাঁধ ভেঙে যায়। এতে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর এবং শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে যাতায়াতের প্রধান সড়কের পাকা রাস্তার উপর দিয়ে প্রবল বেগে পানির স্রোত বইতে শুরু করে। পানিবন্দি হয়ে পড়ে তিনটি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম।

জেলার দুটি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ৯০ টন চাল ও দেড় লাখ টাকা দেয়া হয়। তবে আগামী নভেম্বরের আগে ওই সব বাঁধ সংস্কার করা সম্ভব নয় বলে জানান সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু শেখর সরকার।

সানবিডি/এনজে