সিমেন্ট শিল্প বাঁচাতে তিন দাবি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৫ ১৪:০৪:৪৩


দেশের সিমেন্ট শিল্প খাতকে বাঁচাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে তিনটি দাবি জানিয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)।

সম্প্রতি এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবিগুলো তুলে ধরা হয়। বিসিএমএ সূত্রে এই তথ্য জানা গেছে।

সংগঠনটির দাবিগুলো হলো- সিমেন্টে তৈরির মৌলিক কাঁচামাল ক্লিংকারের সিএন্ডএফ চট্টগ্রাম মূল্য (প্রতি টন) ৫০ মার্কিন ডলারের পরিবর্তে ৩৮ থেকে ৪০ ডলার বিবেচনায় প্রফরমা ইনভয়েস মূল্যে শুল্কায়ন; আরোপিত ৩% অগ্রিম আয়কর চূড়ান্ত দায় হতে অব্যাহতি অথবা ফেরতযোগ্যকরণ এবং পরিশোধিত অগ্রিম আয়কর প্রকৃত আয়করের চেয়ে অতিরিক্ত অংশ ফেরত প্রদানের জন্য আবেদন।

সানবিডি/আরএম/ ০২:০৩/২৫/৮/২০