আজও শেয়ার দর বৃদ্ধির শীর্ষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৫ ১৬:১৭:২০


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড   ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৯৭ বারে ২৭ লাখ ৫৭ হাজার ৪৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২০ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা মিরাকেল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ১৮০ বারে ১৭ লাখ ২৯ হাজার ৮৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৯ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২৭ বারে ৬৪ লাখ ৩১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৮ দশমিক ৬৯ শতাংশ, জিকিউ বলপেনের ৮ দশমিক ৩৩ শতাংশ, ইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ১৬ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৭ দশমিক ৭৪ শতাংশ, সিনো বাংলার ৭ দশমিক ৬৯ শতাংশ, বেক্সিমকোর ৭ দশমিক ২৪ শতাংশ ও সাউথইস্ট ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৩১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/৪:১৭/২৫/৮/২০