বন্যায় ৫ হাজার ৯৭৩ কোটি টাকার ক্ষতি: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৮-২৫ ১৮:১৬:০৬


এবার চার দফা বন্যায় সারা দেশে ৫ হাজার ৯৭২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৭৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।

এনামুর রহমান বলেন, বন্যাকবলিত ৩৩ জেলাসহ মোট ৪০ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৯৮ সালে দেশের ৫০ ভাগ এলাকা প্লাবিত হয়, আর এবার প্লাবিত হয়েছিল ৩০ ভাগ এলাকা। এবারের বন্যা ৪৬ দিন স্থায়ী ছিল।

তিনি বলেন, এবারের বন্যায় ঘরবাড়ি, গবাদিপশু, শস্যখেত, বীজতলা, মৎস খামার, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক, ব্রীজ, বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়ক্ষতির চিত্র অনুযায়ী পুনর্বাসন পরিকল্পনা নেওয়া হবে।

সানবিডি/আরএম/ ০৬:১১/২৫/৮/২০