একাদশে ভর্তি: প্রথমধাপে মনোনীত ১২৭৭৭২১ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৮-২৫ ২০:২২:৪০
একাদশে ভর্তিতে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। এতে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী। সিট পায়নি ৬৪ হাজার ৯৭২ জন শিক্ষার্থী। মোট আবেদন করেছিলো ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত পৌনে ৮টায় আন্তঃশিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের মুঠোফোনের এসএমএসের মাধ্যমে এ ফল জানানো হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ঢাকা বোর্ডে মোট আবেদন ছিল ৩ লাখ ৩ হাজার ৯১ জন। এর মধ্যে মনোনীত হয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৯৮ জন। আর বাতিল হয়েছে ১২ হাজার ৯৩ জনের। যা মোট আবেদনের ২.০২ শতাংশ।
এছাড়া সারা দেশে ১৪৮ কলেজে কেউ আবেদন করেননি।
সানবিডি/আরএম/ ০৮:২৫/২৫/৮/২০