সাবরিনার দুটি এনআইডি, ভিন্ন নাম-ঠিকানাও
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৬ ১৫:৩৯:৩৫
করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে গ্রেপ্তার বহুল আলোচিত জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর আরও একটি প্রতারণার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাবরিনা মিথ্যা তথ্য দিয়ে নিজের নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন বলে জানতে পেরেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। দুটিতে স্বামীর নাম দু’রকম। দুটি আইডিতে বয়সের পার্থক্য দেখানো হয়েছে। বর্তমানে তার দুটি এনআইডিই সক্রিয়। দুর্নীতি দমন কমিশন বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য দিয়েছে। ইসি এখন বিষয়টি নিয়ে তদন্ত করছে।
বুধবার (২৬ আগস্ট) নির্বাচন কমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদক বিষয়টি তদন্ত করছে।
আইন অনুযায়ী ইচ্ছাকৃত মিথ্যা তথ্য বা ঘোষণা দিয়ে ভোটার হলে ৬ মাস কারাদণ্ড, অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে।
সানবিডি/আরএম/ ৩:৩৯/২৬/৮/২০