এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললো মন্ত্রণালয়

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৮-২৮ ১৯:৪২:২৮


উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বিষয় বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি পরীক্ষা বাতিল করার মতো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিস্থিতি অনুকূলে আসলে পরীক্ষার আয়োজন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

যেহেতু করোনাভাইরাস একেবারে নির্মূল হচ্ছে না, তাই কিভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পাবলিক পরীক্ষার আয়োজন করা যায় সে বিষয়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দফতর, সংস্থার প্রধানদের অংশগ্রহণে করোনাকালীন ও করোনা-পরবর্তী শিক্ষাব্যবস্থা নিয়ে এক অনলাইন সভায় সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দিয়েছেন।

সানবিডি/আরএম/৭.৪০/২৮/৮/২০