সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে মিরাকেল ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-২৯ ১২:০০:১৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩১ দশমিক ০২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ৩৭ লাখ ৭১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ২৯ দশমিক ৪৭ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৮ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭১ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইলের দর বেড়েছে ২৯ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২২ কোটি ২৮ লাখ ৪৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার ৮০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর এসইএমএল লেকচার ইকুউটি ম্যানেজমেন্টের ২৬ দশমিক ৯৮ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ২২ দশমিক ৫৭ শতাংশ, দেশ গার্মেন্টের ২০ দশমিক ৮০ শতাংশ, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৪৬ শতাংশ, নর্দার্ন জুটের ১৮ দশমিক ১৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৭ দশমিক ৭৫ শতাংশ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ১৪ দশমিক ৮৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:০০/২৯/৮/২০