মেসিকে নিতে চাই রোনালদোর জুভেন্তাস!

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-৩০ ১০:৪৯:৪১


মেসি-রোনালদো তারা দুজন চিরপ্রতিদ্বন্দ্বীএক ক্লাবে তাদেরকে খেলতে দেখা গোটা ফুটবলবিশ্বের স্বপ্ন। লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বৈরথের বদলে কি এবার মেসি-রোনালদো যুগলবন্দি তৈরি হতে চলেছে? শোনা যাচ্ছে, বার্সেলোনার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া আর্জেন্টিনীয় কিংবদন্তিকে নেওয়ার দৌড়ে মাঠে নেমেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস।

এ ব্যাপারে ফরাসি সংবাদমাধ্যমের খবর, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে রোনালদোর পাশে এবার মেসিকে চাইছেন জুভেন্তাস কর্মকর্তারা। যদিও আনুষ্ঠানিকভাবে ইতালির চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে কেউ এখনও পর্যন্ত কিছু বলেননি। তবে সংবাদমাধ্যমের খবর, মেসির বাবাকে তারা প্রস্তাব দিয়েছেন। দলের নতুন ম্যানেজার আন্দ্রেয়া পিরলোও নাকি দুই মহাতারকাকে একসঙ্গে খেলাতে চান।

এর আগে ইতালির একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, মেসিকে নেওয়ার জন্য ইন্টার মিলান মরিয়া চেষ্টা করছে। তখন অবশ্য বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তির সংঘাত চরমে ছিল না। ইতালির সেই সংবাদমাধ্যম আরও জানিয়েছিল, মেসির বাবা মিলানে বাড়ি কিনেছেন। এবং সেখান থেকেই ব্যবসা চালানোর পরিকল্পনা নিয়েছেন। তবে বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মেসিকে পাওয়ার দৌড়ে তার গুরু পেপ গার্দিওলার ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিই এগিয়ে।