কাঁচা মরিচের দাম বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৮-৩০ ১৪:১৩:৪৬


কাঁচা মরিচের গায়ে যেন আগুন! প্রতিদিনই বাড়ছে দাম। ফলে চরম অস্থিরতা দেখা দিয়েছে দাম নিয়ে। বিক্রেতারা ইচ্ছেমতো ক্রেতাদের থেকে দাম নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সপ্তাহ খানেক আগেও যে কাঁচা মরিচ ছিলো ১৬০ থেকে ১৮০ টাকা সেই কাঁচা মরিচের দাম বেড়েছে কেজি প্রতি প্রায় ১৫০ টাকা।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর গাবতলী, মিরপুর, কারওয়ান বাজারসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ৩২০ টাকায়।

ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছেন।

তবে বিক্রেতারা জানিয়েছেন, আড়ৎ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

সানবিডি/আরএম/২.১৩/৩০/৮/২০