গুম-খুন বন্ধে সরকারের ওপর চাপ সৃষ্টি করুন: সুলতানা কামাল
আপডেট: ২০১৫-১২-১৩ ১৯:৪২:৩৫
খুন-গুম, অপহরণ ও হত্যার মতো অপরাধমূলক কর্মকাণ্ডগুলো রাষ্ট্রীয়ভাবে অস্বীকারের সংস্কৃতি বিরাজ করায় তা বন্ধ হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায় সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। এসব অপরাধ বন্ধে সবাইকে সরকারের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রবিবার সকালে সাভারের খাগান এলাকায় ব্র্যাক সিডিএমএ মানবাধিকার সম্মেলন-১৫ এর সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সুলতানা কামাল। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সুলতানা কামাল বলেন, সম্প্রতি দেশব্যাপী অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছে। এতে এসব কর্মকাণ্ড আরও বাড়ছে। সেই সাথে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার।
এসময় তিনি মানবাধিকার কর্মী ও দেশবাসীকে সচেতন ও সোচ্চার হয়ে সরকারের ওপর চাপ সৃষ্টির দাবি তোলেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর সানাইয়া আনছারি, সিনিয়র ডেপুটি ডিরেক্টর গীতা চক্রবর্তী প্রমুখ। তিন দিনব্যাপী এ মানবাধিকার সম্মেলনে বাংলাদেশের ১৬টি জেলার আড়াইশ নারী ও পুরুষ মানবাধিকার কর্মী অংশগ্রহণ করেন।
সানবিডি/ঢাকা/রাআ