করোনায় পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপকের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০১ ১৬:৪৪:৫৯
পূবালী ব্যাংক লিমিটেড এর মতিঝিল কর্পোরেট শাখার শাখা প্রধান উপমহাব্যবস্থাপক জাহিদুর রহমান (৪৭) কোভিড ১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ আগস্ট ২০২০ রবিবার ভোর ৫.০০টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজেউন)।
মরহুম জাহিদ ১৯৯৭ সালে পূবালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার (শিক্ষানবীশ) হিসেবে যোগদান করে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধানসহ বিভিন্ন গুরত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পূবালী ব্যাংক লিমিটেড পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। পূবালী পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
সানবিডি/ঢাকা/এসআই ৪:৪৩;১/৯/২০২০