শেয়ার দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০১ ১৬:৪২:৪৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪৯ বারে ৬৯ হাজার ৬৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঝিল বাংলার শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪১ বারে ২৬ হাজার ৬৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ কমেছে। এদিন ফান্ডটি ২৩৪ বারে ৯ লাখ ৮৪ হাজার ৬১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর ৭ দশমিক ৪৬ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৭ দশমিক ৩৫ শতাংশ, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৯৪ শতাংশ, ইউনাইটেড এয়ারসের ৬ দশমিক ৬৭ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৬ দশমিক ৪৩ শতাংশ, এএমসিএল ফাস্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ২৫ শতাংশ ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৫  দশমিক ৬১ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/৪:৪২/১/৯/২০