ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ত্রিপোলি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০২ ০৯:২২:৪৩


হঠাৎ করেই ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি। এই বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় ত্রিপোলির আকাশ।

এ ব্যাপারে রাজধানীর বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, শহরের অনেক জায়গা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, মঙ্গলবার সকালে ত্রিপোলির প্রধান সংযোগস্থলে মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।

এক প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল সাড়ে ৭টার দিতে আমি মোটরসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলাম। এ সময় সামনে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এরপর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখি। এ সময় দেখি বেশিরভাগ যানবাহন ভয়ে উল্টো দিক দিয়ে পালাচ্ছে। আমি নিশ্চিত এটা একটি আক্রমণ।

লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার ও তার অনুগত গেরিলারা গত সপ্তাহে ত্রিপোলিভিত্তিক সরকারের ঘোষিত যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যানের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

লিবিয়ার সরকার গত সপ্তাহে ঘোষণা দিয়েছিল, প্রধানমন্ত্রী ফাইয়াজ আল-সারাজ সামরিক বাহিনীর সব শাখাকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি পালনের নির্দেশনা দিয়েছেন এবং লিবিয়ার মাটিতে সব রকমের অভিযান বন্ধ করতে বলেছেন।

কিন্তু গত ২৩ আগস্ট হাফতারের মুখপাত্র তা প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করেন।

প্রসঙ্গত, বিগত ২০১১ সালে আরব বসন্তে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফির পতনের পর থেকে সেখানের রাজনীতিতে চরম উত্তেজনা চলছে।

দেশটি গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) ও লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) নামে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে।

সানবিডি/এনজে