আপিল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৯-০২ ২০:১১:১৭


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত দু’জন বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ করেছেন। নিয়োগপ্রাপ্ত বিচারকগণ হলেন: বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান।

আজ আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এই নিয়োগ সম্পর্কিত প্রজ্ঞাপনে জানানো হয় শপথ গ্রহণের তারিখ থেকে তাঁদের এ নিয়োগ কার্যকর হবে।