মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৯-০৩ ১৭:৩৯:১৩
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শান্তিপূর্ন মানববন্ধনে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) দুপুরে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশপ উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জলিল হাওলাদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার, আবদুল আজিজ সিকদার,শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল ছৈয়াল, সহসভাপতি ফারুক আলম রাড়ী, শহিদুল ইসলাম বিল্পপ, দপ্তর সম্পাদক রাসেলসহ শরীয়তপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।
সানবিডি/প্রতিনিধি/আরএম/১৭.৩৯/৩/৯/২০