ইবিতে শিক্ষক সমিতির নতুন সভাপতি এমতাজ, সাধারণ সম্পাদক অলী উল্যাহ
প্রকাশ: ২০১৫-১২-১৪ ১১:০০:৩৯
ইসলামী বিশ্ববিদ্যালয়েল শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ হয়েছে। রোববার রাত সাড়ে ৮ টার দিকে নির্বাচন কমিশন প্রফেসর ড. কাজী আখতার হোসেন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. এমতাজ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেব নির্বাচিত হয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. অলী উল্যাহ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৬ নং কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত সাড়ে ৮ টার দিকে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেণ।