সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৫ ১১:৫৯:৩১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬৩ লাখ ৪২ হাজার ১৭৩ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৪৩৩ কোটি ৬৪ লাখ ৭২ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) ৮ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৫২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩০ কোটি ২৭ লাখ ৫২ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংকের ৩ কোটি ৫ লাখ ৭৮ হাজার ১১২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২০ কোটি ৭৭ লাখ ৮৭ হাজার টাকার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ১০৬ কোটি ৬৫ লাখ ৮১ হাজার, স্কয়ার ফার্মার ১০১ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার, গ্রামীন ফোনের ৭৫ কোটি ৬৬ লাখ ৪১ হাজার, লংকা বাংলা ফাইন্যান্সের ৬৪ কোটি ১১ লাখ ২০ হাজার, লাফার্জ হোলসিমের ৫৯ কোটি ২৩ লাখ ১৬ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫৮ কোটি ৪২ লাখ ৭১ হাজার ও ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৫৭ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:৫৯/৫/৯/২০