নাটোরে জমি নিয়ে বিরোধে নারী নিহত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-০৬ ১৪:০৮:৩৪


নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রয়াত আওয়ামী লীগ নেতার স্ত্রী শিল্পী বেগম (৫৫) নিহত হয়েছেন। এসময় নিহতের বোন লাভলি খাতুন (৩৫) আহত হয়েছেন।

রোববার সকালে সিংড়া উপজেলার চৌগ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ আটক করেছে।

নিহত শিল্পী চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ইদ্রিস আলী মণ্ডলের স্ত্রী।

নিহতের আরেক বোন শিউলী খাতুন জানান, ৬ বিঘা জমি নিয়ে নিহতের চাচাতো ভাই চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ও তার পরিবারের সঙ্গে নিহতের পরিবারের বিরোধ চলছিল। সকালে রবিউল ও তার ভাইসহ ৮/১০ জন ওই জমিতে গিয়ে আমন ধান রোপন করতে যায়। এসময় শিল্পী ও তার অপর দুই বোন লাভলী ও শিউলী তাদের বাধা দেন। এসময় প্রতিপক্ষরা তিন বোনের ওপর চড়াও হয়। ছুরিকাঘাতে শিল্পী ও লাভলী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন। লাভলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি জানান, এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পক্ষ ও প্রতিপক্ষ একে অপরের চাচাতো ভাইবোন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ও সাদ্দাম নামে দুজনকে পুলিশ আটক করেছে।

সানবিডি/আরএম/১৪.০৮/৬/৯/২০