শেয়ার দর পতনের শীর্ষে এমারাল্ড অয়েল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৬ ১৬:২৭:৫৩


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪৪ বারে ১ লাখ ১৩ হাজার ৪২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৮ বারে ২৬ লাখ ৩৪ হাজার ১৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪৬ বারে ৩ হাজার ৮৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৫ দশমিক ৭২ শতাংশ, গ্লোবাল হেভী কেমিক্যালসের ৫ দশমিক ৭১ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৫ দশমিক ৩৮ শতাংশ, সেলভো কেমিক্যালের ৫ দশমিক ২৬ শতাংশ, ইমাম বাটনের ৫ শতাংশ, সিলকো ফার্মার ৪ দশমিক ৬৪ শতাংশ ও এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:২৭/৬/৯/২০