ব্যাংক এশিয়ার ‘প্রজেক্ট অক্সিজেন’ বাস্তবায়নে ৫০০০ গাছ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৬ ১৯:৫৫:১০
দেশের উপকূলীয় এলাকায় সম্প্রতি আঘাত হানে ঘূর্ণিঝড় আম্ফানে। এই ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় বৃক্ষরোপণ প্রকল্প ‘প্রজেক্ট অক্সিজেন’ বাস্তবায়নে ৫০০০ গাছ দিয়েছে ব্যাংক এশিয়া। বন্ধু ফাউন্ডেশন অব বাংলাদেশ, গিভ বাংলাদেশ ও আমরাই বাংলাদেশ নামে তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীনতার ৪৯ বছর উপলক্ষে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় ৪৯ মিনিটে ৪৯,০০০ গাছ রোপনের লক্ষে বৃক্ষরোপণ প্রকল্প ‘প্রজেক্ট অক্সিজেন’ হাতে নেয়।
ব্যাংক এশিয়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপকূলীয় এলাকাকে সবুজায়নের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে রক্ষার এমন উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করে।
এই প্রকল্পের আওতায়, বন্ধু ফাউন্ডেশন অব বাংলাদেশ, গিভ বাংলাদেশ ও আমরাই বাংলাদেশ এর স্বেচ্ছাসেবীগণ স্থানীয় ২৫টি স্বেচ্ছাসেবী দলকে সাথে নিয়ে গত ৪ সেপ্টেম্বর ২০২০ খুলনার কয়রা উপজেলায় বৃক্ষরোপণ প্রকল্পটি বাস্তবায়ন করে। স্থানীয় যুব সংগঠনগুলো পরবর্তী এক বছর এসব বৃক্ষের রক্ষণাবেক্ষণে কাজ করার লক্ষ্যে এ প্রকল্পের সাথে যুক্ত হয়। সংশ্লিষ্ট এলাকার ১০০০ অতি দরিদ্র পরিবার পরবর্তী কয়েক বছরের জন্য প্রকল্পের ফলজ গাছের দেখাশুনা করবে এবং উৎপাদিত ফল ভোগ করবে।
সানবিডি/এনজে