তিন দিনে পেঁয়াজের দাম বেড়েছে ৩০ টাকা!
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৭ ১৪:২০:৪২
গত বছরের মতোই পেঁয়াজের দামে অস্থিরতা দেখা দিয়েছে। গত ৩ দিনের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ টাকা। ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধির খবরে দেশেও পেঁয়াজের দামে এই অস্থিরতা বলে মনে করছেন ক্রেতা-বিক্রেতারা।
এদিকে, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এক শ্রেণির ক্রেতা পেঁয়াজ কিনে মজুত করছেন। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত বছরের সেপ্টেম্বরে ভারত রফতানি বন্ধ করলে দেশের বাজারে হু হু করে দাম বেড়ে পেঁয়াজের কেজি রেকর্ড ২৫০ টাকা পর্যন্ত উঠে। এ কারণেই অজানা শঙ্কায় ক্রেতারা বাড়তি পেঁয়াজ কিনেছেন। ক্রেতা ও বিক্রেতাদের কথাতে তেমন আভাসই পাওয়া গেছে।
বিক্রেতারা জানিয়েছেন, গত শুক্রবার থেকে পেঁয়াজের দাম বাড়া শুরু হয়। এরপর শনি ও রোববার দুই দিনেই খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। প্রথম দফায় শুক্রবার কেজিতে পেঁয়াজের দাম বাড়ে ১০ টাকা। শনিবার বাড়ে ১৫ টাকা এবং রোববার কেজিতে আরও ৫ টাকা বাড়ে। তবে সোমবার নতুন করে পেঁয়াজের দাম বাড়েনি।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, শুক্রবারের আগে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ছিল ৪০-৪৫ টাকা। যা শুক্রবার বেড়ে ৫০-৫৫ টাকা হয়। শনিবার ও রোববার দাম বেড়ে তা এখন ৬৫-৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে আমদানি করা পেঁয়াজের কেজি শুক্রবারের আগে ছিল ২৫-৩০ টাকার মধ্যে। এখন তা ৬০ টাকা হয়েছে।
সানবিডি/আরএম/১৪.২০/৭/৯/২০