ডামুড্যা পৌরসভার সড়ক মেরামতে এগিয়ে এলেন ছাত্রলীগ নেতা রুবেল

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-০৯-০৭ ১৯:৩৮:০৪


শরীয়তপুর জেলার ডামুড্যা পৌরসভার বেশিরভাগ সড়কের বেহালদশা। দীর্ঘদিন ধরে খানাখন্দেভরা সড়কগুলোর কোনো মেরামতের উদ্যোগ নেয়নি ডামুড্যা পৌরসভা। সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও মানুষের দুর্দশার কথা চিন্তা করে খানাখন্দভরা সড়কগুলো মেরামতে এগিয়ে এসেছেন ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর।

সোমবার ৭ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডামুড্যা পৌরসভার আওতাধীন উপজেলা গেইট সংলগ্ন চলাচলের অনুপযোগী হয়ে পড়া বেহাল সড়কটি উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল মাদবরের উদ্যোগে মেরামত কাজ সম্পন্ন করা হয়।

ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর বলেন, ডামুড্যা পৌরসভার আওতাধীন গুরুত্বপূর্ণ উপজেলা প্রধান ফটক সংলগ্ন আমাদের প্রিয় নেতা মরহুম আব্দুর রাজ্জাক ভাইর বাড়ির মোড় পর্যন্ত সড়কটি দীর্ঘ দিন যাবৎ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পরেছিলো। সাধারণ মানুষ ও রিক্সা ভ্যান চালকদের কষ্ট লাঘোবের জন্য আমার নিজ উদ্যোগ ও অর্থায়নে সড়কটি মেরামত কাজ করা হয়। এখন সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।

সানবিডি/প্রতিনিধি/আরএম/১৯.৩৭/৭/৯/২০