বিশ্বসেরা ১০ চিন্তাবিদের তালিকায় স্থপতি মেরিনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৭ ১৯:৪৫:২৭


বর্তমানে বিশ্বের সেরা ১০ জন চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাস্সুম।

বৃটিশ সাময়িকী প্রসপেক্ট  প্রকাশিত তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। এ তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন ভারতের কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।

এ তালিকাটি ভোটাভুটির মাধ্যমে করা হয়েছে। গত জুলাই মাসে ৫০ জন প্রার্থীকে নির্বাচিত করার পর পুনরায় শীর্ষ ১০ বাছাই পর্বে ২০ হাজার ভোট প্রহণ করা হয়। মেরিনা তাবাশ্যুম সম্পর্কে বলা হয়েছে, ‘তিনি মনোনিবেশ করেছেন এক বাস্তব সমস্যা জলবায়ু পরিবর্তনের দিকে। এর ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেলে সে উপযোগী ঘরবাড়ি তৈরির নকশা তৈরি করেছেন তিনি। এর আগে ঢাকার দক্ষিণখানে বায়তুর রউফ নামের একটি শৈল্পিক নকশার মসজিদের জন্য ২০১৮ সালে স্থপতি হিসেবে জামিল প্রাইজ পান মেরিনা।

বাংলাদেশের মেরিনার পরের অবস্থানে আছেন আফ্রিকান-আমেরিকান দার্শনিক কোরনেল ওয়েস্ট, ব্রাজিলের রাষ্ট্রবিজ্ঞানী ইলোনা জ্যাবো দে কার্ভালহো, ইতিহাসবিদ ওলিভেট ওটেলে, মার্কিন ভূগোলবিদ রুথ উইলসন গিলমোর, বেলজিয়ামের দার্শনিক ফিলিপ্পে ফন প্যারিস, নেদারল্যান্ডসের শিক্ষাবিদ মার্ক পোস্ট ও পোলিশ-ব্রিটিশ জীববিজ্ঞানী ম্যাগডালিনা জারনিকা গোয়েৎস।

সানবিডি/এনজে