খাতুনগঞ্জেও বেড়েছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-০৮ ১৮:১৫:৩৮


চট্টগ্রামের খাতুনগঞ্জেও বেড়েছে পেঁয়াজের দাম। রীতিমতো অস্থিরতা বিরাজ করছে পেঁয়াজের দামে। সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুন হয়েছে দাম। এক সপ্তাহ আগেও এই বাজারে পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি এবং চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগান না থাকায় দেশের বাজারে দাম বেড়েছে।

এদিকে, মূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা প্রশাসন খাতুনগঞ্জে অভিযান চালালে ব্যবসায়ীরা অভিযান ঠেকাতে আড়ত বন্ধ করে আন্দোলনে নেমেছেন।

পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ায় দুই দিন আগে চট্টগ্রাম জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খাতুনগঞ্জের পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এবং শিরিন আক্তারের নেতৃত্বে এই অভিযানে দাম বৃদ্ধির যথার্থ কারণ দেখাতে না পারায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ আড়তদারকে জরিমানা করা হয়।

সানবিডি/আরএম/১৮.১২/৮/৯/২০