স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-০৮ ১৯:৪০:১১


নারায়ণগঞ্জের সোনারগাঁয় সানজিদা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আশরাফ হোসেন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামির অনুপস্থিতিতে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত কামাল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার তৈয়বপুর গ্রামের মৃত. নুরুল গনির ছেলে। মৃত্যুদণ্ড রায়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী শিপ্রা মোদক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শিপ্রা মোদক জানান, ২০০৫ সালের ১ ফেব্রুয়ারিতে পারিবারিক কলহের জেরে সোনারগাঁয়ে সানজিদাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী আশরাফ হোসেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে এটাকে আত্মহত্যা বলে প্রচার করে। সানজিদার বাবা সাদেক মিয়া সেসময় সানজিদা আত্মহত্যা করেছে বলে মতামত দেন।

পরবর্তীতে পুলিশ সানজিদার মরদেহ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠালে ময়নাতদন্ত রিপোর্টে শ্বাসরোধে হত্যা করার বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় সোনারগাঁও থানায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলার ১৫ বছর আসামির অনুপস্থিতিতে দণ্ড প্রদান করে আদালত।

সানবিডি/আরএম/১৯.৫০/৮/৯/২০